ফ্রি ৭জিবি যায়গা অনলাইে

শনিবার, ১৫ জুন, ২০১৩
Tech Digital Computer Training Center

ইন্টারনেটে ফাইল সংরক্ষণ করার নানা ধরনের সেবা রয়েছে। এসব সেবা ডেস্কটপ কম্পিউটারের পাশাপাশি স্মার্টফোনে বিশেষ অ্যাপ্লিকেশনের মাধ্যমেও ফাইল সংরক্ষণ ও ব্যবহার করা যায়। বিনা মূল্যে দেওয়া সেবার মধ্যে জনপ্রিয়তার তালিকায় রয়েছে ড্রপবক্স। তবে বিনা মূল্যে ড্রপবক্সে পাওয়া যায় মাত্র ২ গিগাবাইট জায়গা।
সম্প্রতি চালু হয়েছে কপি ডট কম (www.copy.com) নামের নতুন সেবা। এতে বিনা মূল্যে জায়গা পাওয়া যাবে ৫ গিগাবাইট। শুধু ৫ গিগাবাইট জায়গাই নয়, নতুন চালু হওয়ায় আরও বেশ কিছু সুবিধা দিচ্ছে প্রতিষ্ঠানটি।
শুরুতে যাঁরা নিবন্ধন করবেন, তাঁরা ৫ গিগাবাইট জায়গা পাবেন। আর ব্যবহারকারী যদি তাঁদের পরিচিত বা অপরিচিত কাউকে নিজের অ্যাকাউন্টের আওতায় রেফারেন্স লিংক থেকে নতুন অ্যাকাউন্ট খোলাতে পারেন, তাহলে পাবেন আরও ৫ গিগাবাইট জায়গা। এ ছাড়া ব্যবহারকারী যদি তাঁর টুইটার অ্যাকাউন্টে কপি ডট কমের একটি বার্তা টুইট করেন, তাহলে আরও ২ গিগাবাইট জায়গা বিনা মূল্যে ব্যবহারের সুযোগ পাবেন। অর্থাৎ, সব মিলিয়ে নতুন অফারের আওতায় একজন ব্যবহারকারী ১২ গিগাবাইট জায়গা ব্যবহার করতে পারবেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন