ইউজার নেম ও পাসওয়ার্ড ব্যবহারের ক্ষেত্রে ওয়ার্ডপ্রেসনির্ভর ওয়েবসাইট পরিচালকদের সতর্ক হতে বলেছে ওয়েব হোস্টিং প্রতিষ্ঠান ক্লাউডফ্লেয়ার ও হোস্টগেটর।
যেসব ওয়ার্ডপ্রেস-নির্ভর ওয়েবসাইটে ইউজার নেম ‘অ্যাডমিন’ ব্যবহূত হয় সেগুলো দ্রুত পরিবর্তন করার পরামর্শ দিয়েছেন গবেষকেরা। এক খবরে এ তথ্য জানিয়েছে বিবিসি।
ক্লাউডফ্লেয়ার ও হোস্টগেটরের পক্ষ থেকে জানানো হয়েছে, বেশ কিছুদিন থেকেই ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটগুলোতে বটনেট বা সাইবার হামলা বাড়ছে। লাখো ওয়েবসাইটের ওপর ডিডস বা ডিস্ট্রিবিউটেড ডিনায়াল অব সার্ভিস আক্রমণ বাড়ছে। ‘অ্যাডমিন’ ইউজার নেম ব্যবহূত হয়েছে এমন ওয়েবসাইটগুলোতে বিভিন্ন রকম পাসওয়ার্ড ব্যবহার করে সাইটটির নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করছে বটনেটের নির্মাতারা। এক্ষেত্রে ‘টু স্টেপ অথেনটিকেশন’ বা দুই স্তর বিশিষ্ট নিরাপত্তা নিতে পরামর্শ দিয়েছেন গবেষকেরা।
উল্লেখ্য, বর্তমান বিশ্বে প্রায় সাড়ে ছয় কোটি ওয়েবসাইট ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি আর এসব ওয়েবসাইট প্রতিমাসে গড়ে ৩৭ কোটি বারেরও বেশি পড়ে মানুষ। বর্তমানে ইন্টারনেটে যতো ওয়েবসাইট রয়েছে তার ১৭ শতাংশ ওয়ার্ডপ্রেসে তৈরি।
ওয়ার্ডপ্রেসে পাসওয়ার্ড ঝুঁকি বাড়ছে
শনিবার, ১৫ জুন, ২০১৩
Tech Digital Computer Training Center
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন