‘গুগল গ্লাস’-এর পর্ণো অ্যাপ নির্মান করেছে ‘মিকান্দি’

শনিবার, ১৫ জুন, ২০১৩
Tech Digital Computer Training Center Google Glass

অলরাউন্ডারওয়েপ ডট কমঃ সাধারণ ব্যবহারকারীদের জন্য এখনো বাজারে আসেনি ‘গুগল গ্লাস’। তবে এরই মধ্যে নানা আলোচনা চলছে একে ঘিরে। এমনকি সমালোচনাও চলছে এই বিষ্ময়কর চশমাটাকে ঘিরে। আর এই সব আলোচনা-সমালোচনার সর্বশেষ সংযোজন ‘টিটস অ্যান্ড গ্লাস’ অর্থাৎ ‘নারীবক্ষ এবং চশমা’!

সম্প্রতি ‘মিকান্দি’ নামক ক্যালিফোর্নিয়া ভিত্তিক একটি পর্ণো অ্যাপ নির্মাতা প্রতিষ্ঠান তৈরি করেছে ‘টিটস অ্যান্ড গ্লাস’ নামের এই পর্ণো অ্যাপটি। ‘মিকান্দি’ জানিয়েছে, অ্যাপটি ব্যবহার করে গুগল গ্লাস পরিহিতরা পর্ণো ভিডিও দেখতে পারবেন। এছাড়া ব্যবহারকারীরা চাইলে নিজেদের ব্যক্তিগত যৌনকর্মগুলো অন্যদের দেখানোর জন্য রেকর্ডও করতে পারবেন, যা পরে অ্যাপে পাঠিয়ে দেয়া যাবে।

এদিকে, স্বয়ং গুগল কর্তৃপক্ষই বাঁধা দিয়েছে এ ক্ষেত্রে। কারণ ডেভেলপারদের জন্য গুগলের তৈরি করা নীতিমালায় বলা হয়েছে যে, অশ্লীলতা বা নগ্নতা প্রসারে ভূমিকা রাখবে এমন কোনো কিছু তৈরি করা যাবে না।

তবে এ বাধায় থামানো যাচ্ছে না অবশ্য ‘মিকান্দি’কে। তারা বলেছে, তারা তাদের অ্যাপ-এ প্রয়োজন মাফিক পরিবর্তন আনবে। আর সেটা করবে গুগলের নীতিমালা মেনেই

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন