কম সুমায়ে তথ্য
শনিবার, ১৫ জুন, ২০১৩
Tech Digital Computer Training Center
অনলাইনে নিয়মিত তথ্য-উপাত্ত খুঁজতে সার্চইঞ্জিন গুগল বেশি ব্যবহূত হয়। অনেক সময় দরকারি তথ্য খুঁজতে বেশ বেগ পেতে হয়। কিছু কি-ওয়ার্ড দিয়ে কম সময়ে তথ্য খুঁজে পাওয়া যায়, আবার কিছু কাজও করা যায়।
ক্যালকুলেটর হিসেবে
গুগলকে আপনি ক্যালকুলেটর হিসেবে ব্যবহার করতে পারবেন। ক্যালকুলেটর ফাংশনের জন্য যোগ, বিয়োগ, গুণ ও ভাগ চিহ্নগুলো ব্যবহার করে প্রয়োজনীয় হিসাবের শেষে সমান (=) চিহ্ন লিখুন (3*7=)।
অভিধান হিসেবে
গুগলকে অভিধান হিসেবে ব্যবহার করতে প্রয়োজনীয় শব্দের আগে ‘define:’ লিখুন। (define: Technology)
সমার্থক শব্দ খুঁজতে
শব্দের প্রতিশব্দ জানতে শব্দটির আগে টিল্ট চিহ্ন (~) লিখুন (~technology)
ক্রমিক বের করতে
প্রয়োজনীয় বিভিন্ন সফটওয়্যারের ক্রমিক বের করতে ডবল কোটের (“ ”) মধ্যে সফটওয়্যারের নাম লিখে 94FBR লিখুন। (“IDM” 94FBR)
নির্দিষ্ট সাইটের তথ্য পেতে
যেকোনো দরকারি সাইট থেকে মুভি বা গুরুত্বপূর্ণ ফাইলের লিঙ্ক চাইলে লিখুন site: www.rhmbubt.com “Movie name”
অডিও ফাইল খুঁজতে
পছন্দের অডিও ফাইল খুঁজতে লিখুন: intitle: “index of” mp3 “Your File name”
ই-বুক খুঁজতে
দরকারি ও গুরুত্বপূর্ণ বই নামানোর লিঙ্ক খুঁজে পেতে লিখুন: intitle: “index of” Your book name।
এভাবে খুঁজলে তথ্য পেতে হয়রান না হয়ে সরাসরি ফাইল নামানোর লিঙ্ক পাওয়া যায়।
Posted by
Tech digital
at
৭:০১ PM

- Two clicks for more privacy: The Facebook Like button will be enabled once you click here. Activating the button already sends data to Facebook – see i.not connected to Facebook
- Two clicks for more privacy: The Google+ button will be enabled once you click here. Activating the button already sends data to Google – see i.not connected to Google+
- Two clicks for more privacy: The Tweet this button will be enabled once you click here. Activating the button already sends data to Twitter – see i.not connected to Twitter
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন