ইন্টারনেটে আড়ি পাতায় ক্ষুব্ধ ভারত

শনিবার, ১৫ জুন, ২০১৩
Tech Digital Computer Training Centerimage_47878

অলরাউন্ডারওয়েপ ডট কম/বিডি : ফেসবুক-গুগলে আড়ি পাতার ঘটনায় এই প্রথম মুখ খুলল ভারত সরকার। সে সঙ্গে বিশ্ব জুড়ে সাইবার হামলা থেকে বাঁচতে ভারত সরকার দুটি সিদ্ধান্ত নিয়েছে ইতেমেধ্য। জাতীয় সাইবার নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হবে এবং জাতীয় সাইবার নিরাপত্তা নীতি প্রণয়ন করা হবে বলে জানিয়েছেন ভারত সরকার।ইন্টারনেটে ওবামা-প্রশাসনের এরকম অনধিকার নজরদারিতে আক্রান্ত দেশগুলোর মধ্যে প্রথম পাঁচেই রয়েছে ভারত। এক ব্রিটিশ দৈনিকের দাবি অনুযায়ী, সব চেয়ে বেশি আড়ি পাতা হয়েছে ইরানের উপর। তার পর পাকিস্তান, জর্ডন, মিশর এবং পঞ্চম স্থানে রয়েছে ভারত।ভারতের পররাষ্ট্র মন্ত্রনালয়ের মুখপাত্র সৈয়দ আকবরউদ্দিন বলেন, “সাধারণ মানুষের ব্যক্তিগত তথ্য গোপন রাখার জন্য ভারতে যে আইন রয়েছে, তা যদি যুক্তরাষ্ট্র ভেঙে থাকে, আমরা কোন ভাবেই মেনে নেব না।”

এছাড়া ভারত সরকার এ ভাবে ইন্টারনেটে আড়ি পাতার কারণ জানতে চেয়েছে যুক্তরাষ্ট্রের কাছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন